ফুটবল

আজ রোনালদো ও নেইমারের জন্মদিন

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ৫ই ফেব্রুয়ারি ২০২২ ০৪:২৯:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাঁপানো দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রের জন্মদিন আজ। সময়ের অন্যতম সেরা দুই তারকা ৫ই ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। বয়সের হিসেবে আজ রোনালদোর ৩৫তম জন্মদিন, আর নেইমার পা দিয়েছেন ৩০-এ।

ক্রিশ্চিয়ানো রোনালদো, ১৯৮৫ সালের ৫ই ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরাতে জন্ম নেয়া এই ফুটবল বিস্ময়ের মা-বাবা নাম রেখেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে মিল রেখে। শান্ত শৈশব থেকে কৈশর, ১২ বছর বয়সে সুযোগ পান পর্তুগিজ ক্লাব স্পোর্টিং দ্য লিসবোয়াতে। ব্যস! ঘর ছেড়ে ফুটবল প্রেমে বুঁদ হয়ে শুরু নিদারুন ছুটে চলা।

রোনালদোর প্রফেশনাল ফুটবল জার্নি শুরু ২০০৩ সালে। ম্যানইউ বস স্যার অ্যালেক্স ফার্গুসন এই ক্ষ্যাপাটে ফরোয়ার্ডকে টেনে নেন রেড ডেভিল টেন্টে। ২০০৩ থেকে ২০০৯, ৬ বছরে ম্যানইউয়ের জার্সি গায়ে ১৯৬ ম্যাচে করেন ৮৪ গোল।

ইংলিশ থেকে স্প্যানিশ ফুটবল ক্যারিয়ারে আরও অপ্রতিরোধ্য রোনালদো । ২০০৯ থেকে ২০১৮, রিয়াল মাদ্রিদের হয়ে ৯ বছরে ২৯২ ম্যাচে গোল করেন ৩১১টা । গ্যালাক্টিকোদের ঈর্ষনীয় সাফল্য এনে দেয়া রোনালদো রিয়াল ছেড়ে ২০১৮ তে যোগ দেন ইতালিয়ান ক্লাব য়্যুভেন্তাসে। এই পর্বে ২০১ সাল পর্যন্ত য়্যুভদের হয়ে ৯৮ ম্যাচে করেন ৮১ গোল। এরপর ঘরের ছেলে ফিরে আসে ঘরে, ম্যানইউয়ে দ্বিতীয় বারের মত যোগ দেয়ার পর এ পর্যন্ত ১৮ ম্যাচে করেছেন ৮ গোল।

দেশের জার্সি গায়ে রোনালদো ১৮৪ ম্যাচে করেছেন ১১৫ গোল। এরই মধ্যে পাঁচটি ব্যালন ডি অরের শিরোপা নিজের করে নিয়েছেন, চ্যাম্পিয়নস লিগে রেকর্ডের বন্যা বয়ে দিয়ে পাঁচবার ইউরোপের সেরা হয়েছেন। পর্তুগালকে এনে দিয়েছেন নিজেদের ইতিহাসের সব চেয়ে বড় শিরোপা ইউরো চ্যাম্পিয়নশিপ।

অন্যদিকে, ব্রাজিলের সব কিংবদন্তীদের সবকিছুর প্যাকেজ যার মধ্যে, তিনি নেইমার ডা সিলভা সান্তোস জুনিয়র। মাত্র ৯ বছর বয়সে পেলের স্মৃতিবিজড়িত ক্লাব সান্তোসে নাম লেখান। ২০১৩ মৌসুমে সান্তোসের সঙ্গে গাঁটছড়া ছিন্ন করে যোগ দেন স্পেনে স্বপ্নের ক্লাব বার্সেলোনায়। কাতালান ক্লাবটির হয়ে মর্যাদার ট্রেবল জিতেছেন।

একসময় ব্যালন ডি’অরের সেরা তিনেও ছিলেন। কিন্তু, ২০১৮ সালে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ফরাসি ক্লাব পিএসজিতে গিয়েই ছন্দপতন শুরু হয় ব্রাজিলিয়ান তারকার। তার ওপর একের পর এক চোটে পড়ে এখন নিজের সঙ্গেই যুদ্ধ করছেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বলা হচ্ছে, নেইমারের শুরুটা যতটা ঝলকানিতে হয়েছে; বর্তমান সময়টা যেন ঠিক তার বিপরীতেই আছে। প্যারিসে এখনও নিজেকে হারিয়ে খুঁজছেন ব্রাজিলিয়ান পোষ্টারবয়।

সময়ের সেরা ফুটবলারের তালিকায় দুজনই আছেন ছোট্ট তালিকায়। দুজনই খেলেছেন স্প্যানিশ লিগে। বিশ্ব ক্লাব ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথও মাতিয়েছেন তারা। তবে, কিংবদন্তীর প্রশ্নে একজন বেশ পিছিয়েই আছেন। চোটে জর্জরিত হয়ে ব্রাজিলিয়ান পোষ্টারবয় নেইমার এখনও প্রত্যাশার ছিটেফোঁটা দিতে না পারলেও রোনালদো নিজেকে কিংবদন্তীর কাতারে নিয়ে গেছেন।

আরও পড়ুন