আজ শনিবার (১৬ই আগস্ট), সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুণ্য জন্মতিথি, শুভ জন্মাষ্টমী। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের হিন্দু সম্প্রদায় দিবসটি পালন করবে।
তবে এই উৎসবের আবহের মধ্যেই নিজেদের অস্তিত্বের সংকট ও অব্যাহত সাম্প্রদায়িক নিপীড়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি।
শুক্রবার (১৫ই আগস্ট) রাজধানীর শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক মতবিনিময় সভায় এই উদ্বেগের কথা তুলে ধরা হয়। আয়োজক সংগঠনগুলোর নেতারা বলেন, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার যে প্রত্যয় ঘোষিত হয়েছিল, বর্তমান পরিস্থিতি সেই চেতনা ধারণ করতে ব্যর্থ হচ্ছে। অব্যাহত সাম্প্রদায়িক সন্ত্রাসের কারণে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায় এক নতুন সংকটের মুখোমুখি হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। বক্তব্যে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার, সেনাবাহিনী, রাজনৈতিক দল এবং ছাত্রনেতাদের আন্তরিক প্রচেষ্টায় সাম্প্রদায়িক হামলার তীব্রতা কিছুটা হ্রাস পেলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। এখন নতুন উপদ্রব হিসেবে "নীরব চাঁদাবাজি" এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হিন্দু শিক্ষকদের হুমকি দিয়ে পদত্যাগে বাধ্য করার মতো ঘটনা ঘটছে, যা এক ভয়ংকর ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সহসভাপতি মণিন্দ্র কুমার নাথ, পূজা কমিটির সহসভাপতি বাবুল দেবনাথ ও শ্যামল কুমার রায় এবং যুগ্ম সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন) ও ব্রজগোপাল দেবনাথ।
সভায় জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির প্রথম দিনে, আজ শনিবার (১৬ই আগস্ট), সকাল ৮টায় ঢাকেশ্বরী মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশন এই যজ্ঞ পরিচালনা করবে। বিকেল ৩টায় পলাশীর মোড় থেকে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল বের হবে। মিছিলের উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান। রাতে মন্দিরে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণ পূজা।
উৎসবের দ্বিতীয় দিনের কর্মসূচি আগামী মঙ্গলবার (১৯শে আগস্ট) অনুষ্ঠিত হবে। সেদিন বিকেল ৩টায় আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার এবং অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক বাণীতে তিনি বলেন, ভগবান শ্রীকৃষ্ণ সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করে গেছেন। জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
ডিবিসি/জেআরওয়াই