ক্রিকেট

আজ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ১৯শে সেপ্টেম্বর ২০২০ ০১:৪৭:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবে না উদ্বোধনী অনুষ্ঠান, মাঠে থাকবে না দর্শক।

আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল। করোনার কারণে ১২তম আসর অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। করোনার কারণে মার্চের আইপিএল পিছিয়ে হচ্ছে অক্টোবরে। এবারই প্রথম কোনও উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে বিশ্বের অন্যতম দামী ফ্র্যাঞ্চাইজি লিগটি।

মহামারীর কারণে ম্যাঠে থাকবে না কোন দর্শকও। তবে ভার্চুয়ালী কোন কিছুর কমতি রাখতে চায় না আয়োজকরা। উদ্বোধনী ম্যাচে চেন্নাই-মুম্বাইয়ের জমজমাট লড়াই। জয় দিয়ে আসর শুরুর লক্ষ্য চেন্নাইয়ের। যদিও আরব আমিরাতে এসে সবচেয়ে বেশি ধুঁকেছে তারা। রায়না-হরভজনের চলে যাওয়ায় বেড়েছে ধাক্কা। তবে একজন মাহেন্দ্র সিং ধোনির মন্ত্রে উজ্জ্বীবিত কিংস শিবির।

অন্যদিকে প্রতিপক্ষের সামর্থ্য নিয়ে সতর্ক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই। বরাবরের মতো এবারও ভারসাম্যপূর্ণ চারবারের চ্যাম্পিয়নরা। রোহিত শর্মার নেতৃত্বে গড়া দলটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে যে কোন প্রতিপক্ষকে। আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু শনিবার রাত ৮টায়।

আরও পড়ুন