দীর্ঘ বিরতির পর আবারও মাঠে ফিরছে ইউরোপিয়ান ফুটবলের উত্তেজনা। আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে ২০২৫-২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ।
ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে এটিই প্রথম শুরু হচ্ছে, যা ফুটবলপ্রেমীদের জন্য এক নতুন উন্মাদনা নিয়ে এসেছে।
প্রথম দিনেই মাঠে নামছে গত মৌসুমের চ্যাম্পিয়ন দল লিভারপুল। অ্যানফিল্ডে তারা নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বোর্নমাউথের। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।
বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল এরই মধ্যে দল থেকে হারিয়েছে কয়েকজন উল্লেখযোগ্য খেলোয়াড়কে। লুইজ দিয়াজ নাম লিখেছেন বায়ার্ন মিউনিখে। ডারউইন নুনেজ যোগ দিয়েছেন সৌদি প্রিমিয়ার লিগের ক্লাব আল হিলালে। ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। এছাড়া জারেল কুয়ানশা, কোইমিন কেলেহর ছেড়েছেন অলরেডদের জার্সি।
তবে তারা দলে এনেছে ফ্লোরিয়ার রিৎজ, হুগো একিটিকে, মিলোস কেরকেজ এবং জার্মেই ফ্রিমপংকে। সব মিলিয়ে শিরোপা ধরে রাখার ভালোই প্রস্তুতি নিয়েছে অল রেডরা।
তথ্যসূত্র বিবিসি।
ডিবিসি/এমইউএ