কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল ৩টায় ম্যাচটি শুরু হবে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।
প্রথম ম্যাচে শোচনীয় পরাজয়ের পর দলের আত্মবিশ্বাস এখন তলানিতে। এর ওপর, দলের প্রধান কোচ চিকিৎসার জন্য ছুটি নিয়ে লন্ডনে অবস্থান করায় দল কিছুটা অভিভাবকহীন। এতসব প্রতিকূলতার পরেও সিরিজ জয়ের আশা ছাড়ছে না বাংলাদেশ।
ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে পারলে জয় সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজকের ম্যাচে একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, পেসার তানজিম সাকিবের খেলা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। ওপেনার পারভেজ ইমনের পরিবর্তে নাঈম শেখ এবং স্পিনার রিশাদ হোসেনের একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। আজকের ম্যাচটি তাই বাংলাদেশের জন্য এক অগ্নিপরীক্ষা।
ডিবিসি/এএমটি