বিশ্বের ১২৫টি নগরীর মধ্যে বায়ুদূষণে আজ শনিবার (১১ই জানুয়ার) সপ্তাহের প্রথম দিন সকালে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। আজ সকাল সাড়ে নয়টার দিকে আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান ২৩০। বায়ুর এই মানকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
বিশ্বে এই সময়ে বায়ুদূষণে প্রথম স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ৩৪৬। আজ ছুটির দিনে সাধারণত যানবাহনের চলাচল কম থাকে। কলকারখানার বেশির ভাগ বন্ধ। ঢাকায় বায়ুদূষণের অন্যতম উৎস হলো এই যানবাহন ও কলকারখানার দূষিত ধোঁয়া। তারপরও ঢাকার বায়ুমান খুব অস্বাস্থ্যকর।
আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।
ডিবিসি/কেএলডি