বাংলাদেশ, জাতীয়

আজ সন্ধ্যায় আসছে ওসমান হাদির মরদেহ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিঙ্গাপুর থেকে আজ শুক্রবার (১৯শে ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে ওসমান হাদির মরদেহ নিয়ে রওনা হবেন তার স্বজনরা। সন্ধ্যা ৬টার দিকে তারা বাংলাদেশে অবতরণ করবেন।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। আজ শুক্রবার সিঙ্গাপুরেই হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকায় শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর তার জানাজা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

 

জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালান। গত শুক্রবার ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে রাতেই এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন