আজ আকাশপ্রেমীদের জন্য রয়েছে এক বিশেষ আকর্ষণ। সূর্যাস্তের পর পশ্চিম আকাশে একফালি চাঁদের কাছাকাছিই দেখা যাবে সৌরজগতের লাল গ্রহ মঙ্গলকে।
এই দুটি মহাজাগতিক বস্তু এতটাই কাছাকাছি থাকবে যে, সাধারণ ১০x৫০ বাইনোকুলারের মাধ্যমেই এদের একসাথে দেখা সম্ভব হবে।
সূর্যাস্তের পর আবহাওয়া অনুকূলে থাকলে, অর্থাৎ আকাশ মেঘমুক্ত থাকলে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার যেকোনো জায়গা থেকে পশ্চিম আকাশে চাঁদ এবং মঙ্গলের এই সুন্দর মিলন দেখতে পারবেন।
কখন ও কোথায় দেখা যাবে?
আজ সূর্যাস্তের সময় পশ্চিম দিগন্ত থেকে প্রায় ২০ ডিগ্রি উপরে থাকবে শুক্লপক্ষের একফালি চাঁদ। তার ঠিক সামান্য উপরে ডানদিকে উজ্জ্বল একটি লালচে বিন্দুর মতো দেখা যাবে মঙ্গল গ্রহকে। সূর্যাস্তের আভা মিলিয়ে গিয়ে রাতের অন্ধকার নামার সাথে সাথে মঙ্গল এবং তার কাছাকাছি থাকা কন্যারাশির (Virgo) তারারা আরও স্পষ্ট হয়ে উঠবে।
কীভাবে দেখবেন?
খালি চোখে মঙ্গলকে একটি উজ্জ্বল লাল তারার মতো দেখাবে।
বাইনোকুলারে চাঁদ ও মঙ্গলকে একসাথে দেখার পাশাপাশি চাঁদের পৃষ্ঠের ‘মারে ক্রিসিয়াম’ (Mare Crisium) বা ‘সংকটের সাগর’ নামের অন্ধকার ডিম্বাকৃতির অঞ্চলটিও চিহ্নিত করা যাবে।
৪ ইঞ্চি বা তার চেয়ে বড় টেলিস্কোপের মাধ্যমে মঙ্গলের পৃষ্ঠের কিছু বৈশিষ্ট্য এবং ৮ ইঞ্চির টেলিস্কোপে এর মেরু অঞ্চলের বরফও দেখা সম্ভব হতে পারে।
চাঁদের উত্তর-পূর্ব দিকে অবস্থিত এই ‘মারে ক্রিসিয়াম’ প্রায় ৭৪০ কিলোমিটার চওড়া একটি সমভূমি। প্রায় ৪০০ কোটি বছর আগে ২৫ মাইল চওড়া একটি গ্রহাণুর আঘাতে সৃষ্ট গহ্বরে লাভা জমে এটি তৈরি হয়েছিল।
তথ্যসূত্র স্পেস।
ডিবিসি/এমইউএ