বাংলাদেশ, রাজনীতি

আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৭ই জুলাই ২০২৫ ০৭:১৭:১৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

বুধবার (১৬ই জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসঙ্গে তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

 

নাহিদ ইসলাম জানান, বৃহস্পতিবার (১৭ই জুলাই) ফরিদপুরসহ সারা দেশে এনসিপির পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি অব্যাহত থাকবে। তবে মাদারীপুর ও শরীয়তপুরের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে, যার পরবর্তী তারিখ পরে জানানো হবে।

 

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, "সারা দেশে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আমাদের গোপালগঞ্জ সফর পূর্বঘোষিত ছিল এবং এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও মুজিববাদীরা পূর্বপরিকল্পিতভাবে আমাদের হত্যার উদ্দেশ্যে এই জঙ্গি হামলা চালিয়েছে।" তিনি আরও বলেন, "গোপালগঞ্জে অতীতের সকল রেকর্ড ভেঙে আওয়ামী লীগের বাইরেও যে অন্য কোনো দল কর্মসূচি পালন করতে পারে, জাতীয় নাগরিক পার্টি তা প্রমাণ করে দিয়েছে।"

 

এনসিপি আহ্বায়ক জানান, কর্মসূচির আগে ও পরে তাদের ওপর দফায় দফায় হামলা করা হয়েছে, যা এই হামলাকে পূর্বপরিকল্পিত প্রমাণ করে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বলেন, তারা আরও সতর্ক থাকতে পারতো। তবে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে সহায়তা করেছে, সেজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এর আগে বুধবার দিনে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা এবং সমাবেশের প্রস্তুতিকালে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এনসিপির কেন্দ্রীয় নেতারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সন্ধ্যায় খুলনা এসে পৌঁছান। খুলনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের সঙ্গে দলের সদস্য সচিব আখতার হোসেনসহ অন্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। তারা এই হামলার তীব্র নিন্দা জানান এবং বিচার দাবি করেন।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন