বিনোদন

আজ সৃজিত-মিথিলার বিয়ে

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৬ই ডিসেম্বর ২০১৯ ০৬:৫৯:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিছু দিন ধরেই ভারতের বাংলা সিনেমার প্রখ্যাত পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বিয়ে নিয়ে নানা খবর ভেসে আসছিল। আর কোন ধোঁয়াসা নয়, শুক্রবার দক্ষিণ কলকাতার এক ফ্ল্যাটে রেজিস্ট্রি সেরে ফেলতে চলেছেন সৃজিত-মিথিলা। আনন্দবাজার পত্রিকা জানায়।

কেউ বলছিলেন, নতুন বছরের  শুরুতে বিয়ে করবেন তারা। আবার কেউ বলেছিলেন সাত পাকে বাঁধা পড়বেন মার্চ মাসে। পরিচালক নিজে অবশ্য জানিয়েছিলেন খুব শিগগিরই বিয়েটা সারবেন তারা। সেই মতো খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসলেন সৃজিত-মিথিলা।

সৃজিতের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, 'ছোটখাটো অনুষ্ঠান করা হচ্ছে। টলি পাড়া থেকে রুদ্রনীল, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত থাকছেন। এ ছাড়াও যিশু-নীলাঞ্জনাও থাকবেন। মিথিলা যাদের চেনে, তাদেরকেই বলা হয়েছে। ঘরোয়া অনুষ্ঠান, তাই খাওয়াদাওয়ার ব্যবস্থাও ঘরোয়াই। তিনি এ ও জানালেন, মাস দু’য়েক পরে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ টলিপাড়ার বাকিদের নিয়ে একটা বড় অনুষ্ঠানের পরিকল্পনায় রয়েছেন।'

মিথিলা-সৃজিতের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। তবে দু’জন সম্পর্কটাকে বরাবরই বন্ধুত্ব বলে দাবি করে আসছিলেন। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে নাকি বিয়ে করছেন তারা।

২০০৬ সালের ৩রা আগস্ট ভালোবেসে সংগীতশিল্পী তাহসানকে বিয়ে করেন মিথিলা। তাদের সংসারে একমাত্র কন্যা আইরা তেহরীম খান। তবে দু’জনের বনিবনা না হওয়ায় ২০১৭ সালের মাঝামাঝি সময়ে বিচ্ছেদে যান তাহসান-মিথিলা।

আরও পড়ুন