নিজ জেলাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের জবাব দিতেই শুরু করেন ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় ভিডিও কনটেন্ট বানানো।
এম এইচ ফয়সাল। দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে রেকর্ড পরিমাণ সিজিপিএ নিয়ে পড়াশুনা শেষ করে করোনাকালের অলস সময় অতিবাহিত করছিলেন। তখনই নজরে আসে, নিজের এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করছেন অনেকেই। ট্রলের জবাব দিতেই শুরু করেন ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় ভিডিও কনটেন্ট বানানোর কাজ। প্রথমে অনেকটা শখের বসে করলেও এখন নেট দুনিয়ায় ব্যাপক পরিচিতি সরল ভাই নামে।
এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে প্রথমে লেখালেখি। যা সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর সমসাময়িক নানা বিষয়ে নিজের আঞ্চলিক ভাষায় নির্মাণ করেন বিভিন্ন ভিডিওচিত্র আর রাতারাতি সেগুলো ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
সহজ সরল এক সাধারণ মানুষের প্রতিচ্ছবি ফুটে উঠা সেই ভিডিওচিত্র থেকেই ফয়সাল হয়ে উঠেন সরল ভাই। একের পর এক ভিডিওচিত্রে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় তুলে ধরেন সামাজিক নানা অসঙ্গতি। হাস্যরসে ভরপুর এই ভিডিওচিত্রগুলো এখন ফেসবুকে দেখছেন লাখো মানুষ। সর্বশেষ ঈদ সালামি নিয়ে বড় ভাইয়ের সাথে মারামারির ভিডিওটি দেখেছেন প্রায় ৯০ লাখ মানুষ।
শুধু কথা বলেই নয়, খালি গলায় গান গেয়েও বেশ সাড়া পেয়েছেন সরল ভাই। এ পর্যন্ত করা কাজের মধ্যে পছন্দের শীর্ষে রয়েছে নিজের গ্রাম আর মা কে নিয়ে বানানো ভিডিও।
শুরুতে এই পথচলাটা মোটেও খুব সহজ ছিলো না। তবে ভাইরাল হবার পর পরিবার, বন্ধুবান্ধবসহ সবার প্রশংসা পাচ্ছেন বলে জানিয়েছেন এম এইচ ফয়সাল।
এ ধরণের কাজ থেকে আয়ের প্রশ্নে তিনি জানান, কেউ চাইলে এই কাজকে পেশা হিসেবেও নিতে পারেন। তবে সাফল্য লাভের মূলমন্ত্র অবশ্যই নৈতিকতা ও নিজের উদ্দেশ্যের প্রতি সৎ থাকা।