মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই আঞ্চলিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত এই ফোনালাপে দুই নেতাই আঞ্চলিক সংকট মোকাবিলায় শান্তি ও কূটনীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ফোনালাপে দুই নেতা চলমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন সংলাপ ও কূটনৈতিক তৎপরতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে তারা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দারের মধ্যেও টেলিফোনে আলাপ হয়। ফোনালাপে ইসহাক দার বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি সংকট সমাধানে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। উভয় পররাষ্ট্রমন্ত্রী উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আগামী দিনগুলোতে নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকি এবং পাল্টা বুলি আওড়ানোর জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইরান স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে, তাদের ভূখণ্ডে কোনো হামলা হলে তা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে এবং এর কঠোর ও ব্যাপক জবাব দেওয়া হবে।
তথ্যসূত্র: ইরনা
ডিবিসি/এমইউএ