অর্থনীতি

আটার দাম বেড়েছে, চড়া চাল, তেল ও চিনি'র দাম

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ৫ই ফেব্রুয়ারি ২০২১ ০৬:৫২:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়েছে আটার দাম। চড়া ভোজ্যতেল ও চিনির দরও। আমদানি করা চাল দেশের বাজারে ঢুকলেও রাজধানীর খুচরা বাজারে তার দেখা নেই। চালও বিক্রি হচ্ছে আগের চড়া দামেই।

গেল সপ্তাহের মাঝামাঝি বেড়েছে খোলা আটার দাম। কেজিতে ২/৩ টাকা বেড়ে খোলা আটা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। এরমধ্যে বেড়েছে প্যাকেটজাত আটার দামও। বিক্রেতারা জানালেন কোম্পানি ভেদে দাম বেড়েছে ৪/৫ টাকা। বাজারে দুই কেজির প্যাকেট বিক্রি হচ্ছে বাজার ও দোকান ভেদে ৬৫ থেকে ৭২ টাকায়। তবে মোড়কে দাম আরো বেশি।

বিক্রেতারা জানালেন, এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে খোলা ও প্যাকেটজাত চিনি। তবে দাম একই আছে ময়দা ও সুজির।

বেশ কিছু দিন থেকেই চড়া খোলা সয়াবিন তেলে দাম। গেল সপ্তাহের বাড়তি দরেই বিক্রি হচ্ছে সয়াবিন। বাজার ভেদে খোলা সয়াবিন ১২৪/১২৫ টাকা কেজি। বিক্রেতারা বলছেন, বোতলজাত সয়াবিন দাম কমারও কোন ইঙ্গিত নেই।
 
চালের দামের লাগাম টানতে টনে টনে আমদানি করা হলেও বাজারে তার প্রভাব নেই। খুচরা বিক্রেতারা বলছেন, এখনো আমদানির সস্তা চাল মিলছে না পাইকারিতে। তাই চাল বিক্রি হচ্ছে আগের চড়া দামেই।

বিক্রেতারা জানালেন, চাল, তেল, চিনি ও আটা'র বাড়তি দরের কারণে ক্ষুদ্ধ খুচরা ক্রেতারা। দ্রুত এসব পণ্যের দাম ক্রেতার নাগালে আনার দাবিও জানিয়েছে সাধারণ ক্রেতারা।

আরও পড়ুন