সন্ধ্যার মধ্যে দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার (৩০শে এপ্রিল) সকালে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার ও চট্টগ্রামের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ঝড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তাই নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট আবহাওয়াবিদরা জানান যে, ১ নম্বর সতর্ক সংকেতের করণীয়সমূহ হল; নৌযান চালকদের সতর্ক থাকা এবং দ্রুত গতিতে না চলা, বৃষ্টি বা বজ্রবৃষ্টি থেকে বাঁচতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া, ঝড় বা ঝোড়ো হাওয়ার কারণে সৃষ্ট সমস্যা থেকে বাঁচতে বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা, আবহাওয়ার উপর নজর রাখা এবং কর্তৃপক্ষ বা আবহাওয়া অফিসের নির্দেশনা অনুসরণ করা।
ডিবিসি/নাসিফ