বাংলাদেশ, জেলার সংবাদ

আট মাসের আবু বকর জীবন সংকটে, প্রয়োজন আর্থিক সহায়তা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ২৬শে এপ্রিল ২০২৫ ০৪:৩৮:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাত্র আট মাস বয়সী আবু বকর গত প্রায় দুই মাস ধরে ভয়াবহ নিউমোনিয়ার সংক্রমণে ভুগছে। তার ফুসফুসে মারাত্মক ইনফেকশন হওয়ায় বর্তমানে ঢাকার শ্যামলীতে হৃদয় হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (PICU) রয়েছে, কিন্তু তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

ডাক্তাররা শিশুটিকে শক্তিশালী অ্যান্টিবায়োটিক ও নিবিড় পরিচর্যায় রেখেছেন, কিন্তু চিকিৎসার বিপুল ব্যয় পরিবারটির পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

 

আবু বকরের বাবা মো: টিটু একজন গাড়িচালক, যিনি ইতিমধ্যেই ঋণ করে ২ লাখ টাকা ছেলের চিকিৎসার জন্য খরচ করেছেন। আরও প্রয়োজন প্রায় ১ লাখ টাকা, যা জোগাড় করা তার একার পক্ষে অসম্ভব। সংকটাপন্ন এই পরিবারটির এখন প্রয়োজন আর্থিক সাহায্য।

 

মাত্র ৮ মাস বয়সী আবু বকরের জীবন বাঁচাতে সমাজের মহৎপ্রাণ মানুষদের কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছেন শিশুটির অসহায় মা-বাবা। সমাজের সবার ছোট ছোট সাহায্যই পারে আবু বকরকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে। -

 

আবু বকরের পিতার সাথে যোগাযোগের নাম্বার-
মো: টিটু
মোবাইল নাম্বর: 01981014933
হৃদয় হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার
শ্যামলী, ঢাকা-১২০৭

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন