বাংলাদেশ

আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ওসমান হাদির জীবনাবসান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর এবং জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শরিফ ওসমান হাদি মাত্র ৩২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

টানা সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১২ই ডিসেম্বর নির্বাচনি প্রচারণাকালে রাজধানীর বিজয়নগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ফয়সালের গুলিতে গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়।

 

শরিফ ওসমান হাদি ১৯৯৩ সালের ৩০শে জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করে ইউনিভার্সিটি অব স্কলার্স-এ শিক্ষকতা করতেন। পেশাগত জীবনে শিক্ষক হলেও তিনি ছিলেন পুরোদস্তুর একজন বিপ্লবী ও কবি। 'সীমান্ত শরিফ' ছদ্মনামে 'লাভায় লালশাক পুবের আকাশ' নামে তার একটি কাব্যগ্রন্থও প্রকাশিত হয়েছে। 

 

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে তিনি ইনকিলাব মঞ্চের ব্যানারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজপথে সরব ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন এই তরুণ নেতা। 

 

তার মৃত্যুতে বিপ্লবের এক জোরালো কণ্ঠ থেমে গেলেও তার আদর্শ ও প্রতিবাদী চেতনা যুগ যুগ ধরে বেঁচে থাকবে বলে মনে করছেন তার সহযোদ্ধারা।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন