বাংলাদেশ, রাজধানী

ডিবিসি নিউজ ও আনোয়ার খান হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ৮ই সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৬:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও দেশের অন্যতম বৃহৎ বেসরকারি হাসপাতাল আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রবিবার (৭ই সেপ্টেম্বর) আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

 

এসময় ডিবিসি নিউজ ডিজিটালের প্রধান কামরুল ইসলাম রুবেল, কন্টেন্ট এডিটর মোঃ হাসান ও ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন। আর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক ডা. মো. এনায়েত হুসাইন শেখ, জেনারেল ম্যানেজার নুরুল আমিন নিউয়াজ, চিফ অপারেটিং অফিসার মোঃ আব্দুল মান্নান, অতিরিক্ত পরিচালক আফসানা নাসরিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এই সমঝোতার আওতায় ডিবিসি নিউজের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এখন থেকে আনোয়ার খান মডার্ন হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় পাবেন। চুক্তি অনুযায়ী, সকল প্রকার প্যাথলজিক্যাল টেস্ট, ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ থেকে শুরু করে সকল সেবায় এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন ডিবিসি নিউজের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন