জুলাই গণহত্যায় সংঘটিত অপরাধের বিচার ত্বরান্বিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন করা হতে পারে।
মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে এ কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি জানান, বিচার প্রক্রিয়া আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর স্থানান্তরের কথাও উল্লেখ করেন। আসিফ নজরুল বলেন, সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই নতুন ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম শুরু হবে।
ডিবিসি/আরএসএল