গাজায় তীব্র খাদ্য সংকট ও আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল বিমান থেকে মানবিক ত্রাণ সহায়তা পাঠিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী (IDF) রবিবার (২৭শে জুলাই) সকালে এক বিবৃতিতে জানায়, তারা সম্প্রতি বিমান থেকে মানবিক ত্রাণ ফেলেছে, যেখানে ময়দা, চিনি এবং টিনজাত খাবার ছিল।
কয়েক মাস ধরে গাজায় সীমিত সরবরাহের কারণে দুর্ভিক্ষের সতর্কবার্তা দেওয়া হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহল থেকে ইসরায়েলের ওপর চাপ বাড়ছিল। ইসরায়েল যদিও বরাবরই 'ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখার' অভিযোগ অস্বীকার করে আসছিল। তবে এই বিমান থেকে ত্রাণ ফেলার সিদ্ধান্তটি সেই চাপের ফল বলেই মনে করা হচ্ছে।
IDF-এর বিবৃতিতে বলা হয়েছে, ত্রাণ কার্যক্রমটি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এবং ইসরায়েলি সামরিক সংস্থা COGAT-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। তারা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে একটি বিমান থেকে ত্রাণ ফেলতে দেখা যাচ্ছে। তবে ভিডিওটির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এর আগে ইসরায়েল গাজায় জাতিসংঘের কনভয়কে মানবিক করিডর দিয়ে প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানায়। পাশাপাশি, শনিবার রাতে IDF জানায় যে তারা গাজায় মানবিক পরিস্থিতির উন্নতির জন্য কিছু পদক্ষেপ নিতে শুরু করেছে এবং ঘনবসতিপূর্ণ এলাকায় মানবিক বিরতি দিতে প্রস্তুত। তারা আরও জানায় যে গাজার একটি লবণাক্ত জল শোধন কেন্দ্রে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে, যা প্রায় ৯ লক্ষ বাসিন্দার কাজে আসবে।
অন্যদিকে, ফিলিস্তিনি কর্মকর্তারা ইসরায়েলের এই ত্রাণ কার্যক্রম নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (UNRWA) প্রধান ফিলিপ লাজারিনি বিমান থেকে ত্রাণ ফেলার সমালোচনা করে বলেন, এটি ব্যয়বহুল, অকার্যকর এবং সঠিকভাবে না হলে ক্ষুধার্ত মানুষকে আঘাত করতে পারে।
তিনি আরও জানান যে UNRWA-এর ৬ হাজার ট্রাক জর্ডান ও মিশরে অপেক্ষা করছে এবং ইসরায়েলকে অবরুদ্ধ অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানান।
গাজার বাসিন্দারাও বিমান থেকে ফেলা ত্রাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন বাসিন্দা বিবিসিকে বলেন, "বিমান থেকে ত্রাণ ফেললে তাঁবু বা মানুষের ওপর পড়তে পারে, যা গুরুতর আঘাত বা মৃত্যুর কারণ হতে পারে।"
উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেই থেকে গাজায় ৫৯ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
তথ্যসূত্র বিবিসি।
ডিবিসি/এমইউএ