ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত এবং ইসরায়েলের চালানো অভিযানের প্রতিবাদে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে ইতালির ফুটবল কোচদের সংগঠন (এআইএসি)।
আন্তর্জাতিক ফুটবলসহ সব ধরনের ক্রীড়া আসর থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে সংগঠনটি ইতালিয়ান ফুটবল ফেডারেশনের কাছে একটি চিঠি পাঠিয়েছে। কোচদের এই সংগঠনের এমন জোরালো অবস্থান এমন এক সময়ে এলো, যখন ইতালি আগামী দুই মাসের মধ্যে বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইতালির ফুটবল ফেডারেশন ছাড়াও চিঠিটি উয়েফা এবং ফিফার কাছেও পাঠানো হবে। চিঠিতে পরিষ্কারভাবে বলা হয়েছে, ‘ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে এবং ফুটবলেরও এ বিষয়ে ভূমিকা রাখা উচিত।’
চিঠিতে আরও উল্লেখ করা হয়, গাজায় প্রতিদিন যে হত্যাযজ্ঞ চলছে, যেখানে কোচ এবং ক্রীড়াবিদসহ সাধারণ মানুষ নিহত হচ্ছেন, সেই প্রেক্ষাপটে ইসরায়েলকে ক্রীড়াঙ্গন থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব উয়েফা ও ফিফার কাছে উপস্থাপন করা একটি নৈতিক দায়িত্ব।
এর আগেও ইতালি ও ইসরায়েলের ম্যাচ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। গত বছরের অক্টোবরে উয়েফা নেশনস লিগের একটি ম্যাচে দুই দল মুখোমুখি হলে ইতালির নাগরিকেরা খেলার আগে ও চলাকালে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। সে সময় স্টেডিয়ামে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ইসরায়েল ২০২৩ সাল থেকে নিজেদের মাঠে খেলতে পারছে না। আগামী ৯ সেপ্টেম্বর ইতালির বিপক্ষে তাদের ম্যাচটি হাঙ্গেরির দেব্রেচেন শহরে অনুষ্ঠিত হবে।
ডিবিসি/এফএইচআর