চলতি বছর আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক।
কান্নাড়া ভাষায় লেখা তার ছোটগল্পের সংকলন 'হার্ট ল্যাম্প' এর জন্য মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেলেন ৭৭ বছর বয়সী এ লেখক।
স্থানীয় সময় মঙ্গলবার (২০শে মে) যুক্তরাজ্যের লন্ডনে টেট মডার্ন জাদুঘরে এক অনুষ্ঠানে বানু মুশতাকের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। কান্নাড়া ভাষার লেখকদের মধ্যে তিনিই প্রথম আন্তর্জাতিক বুকার পুরস্কার পেলেন। বানু মুশতাকের ছোট গল্পের সংকলন 'হার্ট ল্যাম্প'-এ দক্ষিণ ভারতের মুসলিম ও দলিত নারীদের দৈনন্দিন জীবনের গল্প উঠে এসেছে। ১২টি গল্প ৩০ বছরেরও বেশি সময় ধরে লেখা ও প্রকাশিত হয়েছে। বইটি কান্নাড়া ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি।
ডিবিসি/ রাসেল