বাংলাদেশ, রাজধানী

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শহিদ হাদির জানাজায় জনস্রোতের খবর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ এবং শোকাবহ এই বিদায়ের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। গত ১২শে ডিসেম্বর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন।

শুক্রবার মরদেহ দেশে আনার পর শনিবার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা হাদির জানাজায় বিপুল জনসমাগমের ছবি প্রকাশ করে তাকে ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা হিসেবে অভিহিত করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তার স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং জানাজাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি ছিল। 

 

বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ লাখো মানুষ প্রয়াত এই যুবনেতার জানাজায় অংশ নিয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে দাফন করার মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে তার বীরত্বসূচক ভূমিকাকে সম্মান জানানোর বিষয়টি তারা গুরুত্বের সাথে তুলে ধরেছে।

 

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এবং পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনেও এই বিপ্লবীর প্রতি বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসার চিত্র ফুটে উঠেছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন