বাংলাদেশ, রাজনীতি, রাজধানী

আপিলে ঢাকা-৯ আসনের প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আইনি বৈধতা পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানির পর তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে কমিশন। এই সিদ্ধান্তের ফলে আগামী নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো বাধা রইল না।

 

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের (ইসি) অডিটোরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে ডা. তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করে রায় দেয় কমিশন।

 

এর আগে, যাচাই-বাছাই প্রক্রিয়ায় রিটার্নিং কর্মকর্তা ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আজ সেই আপিলের শুনানি শেষে কমিশন তার পক্ষে রায় দিলে প্রার্থিতা ফিরে পান এই স্বতন্ত্র প্রার্থী।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন