বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
১৯৪৫ সালে জন্ম নেওয়া বেগম খালেদা জিয়া ১৯৮১ সালে স্বামী ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে যোগ দেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে আরও দুই মেয়াদে তিনি দেশের নেতৃত্ব দিয়েছেন। আপসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় রাজপথের আন্দোলন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।
গত ২৩শে নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের সিসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। ফুসফুসে সংক্রমণ, লিভার সিরোসিস এবং কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন তিনি। গতকাল রাত থেকেই তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে।
ডিবিসি/এমইউএ