বাংলাদেশ

আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় জামায়াতের শোক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ১লা সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫৬:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ সোমবার (১লা সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, "গত ৩১ আগস্ট দিবাগত গভীর রাতে আফগানিস্তানের দুটি দুর্গম প্রদেশে সংঘটিত ভয়াল ভূমিকম্পে মুহূর্তের মধ্যে হাজারো মানুষের স্বপ্ন, আশা ও ভালোবাসার ঠিকানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শত শত মানুষ নিহত, আহত হয়েছেন এবং অগণিত পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে।"

 

এই হৃদয়বিদারক ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং নিজের পক্ষ থেকে গভীরতম শোক ও সমবেদনা জ্ঞাপন করে তিনি বলেন, "যেসব মা তাদের সন্তানকে হারিয়েছেন, যেসব শিশু এক নিমিষে পিতৃহীন হয়েছে, যেসব পরিবার তাদের আশ্রয় ও প্রিয়জন হারিয়ে আজ অশ্রুসিক্ত, তাদের বেদনা ভাষায় প্রকাশের অতীত।"

 

তিনি আরও বলেন, "এ শোক শুধু আফগানিস্তানের নয়, এ শোক সমগ্র মানবতার শোক। বাংলাদেশের জনগণও এই দুঃসময়ে আফগান ভাই-বোনদের পাশে হৃদয়ের অন্তঃস্থল থেকে দাঁড়িয়ে আছে।"

 

অধ্যাপক পরওয়ার নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। 

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন