আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সামাাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে ভুল ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমের নাম ব্যবহার করেও অনেকে এই মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে। এমনই একটি মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে ডিবিসি নিউজের লোগো ও নাম ব্যবহার করে।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক এ চেয়ারম্যান নির্বাচনের মাঠে এখনও প্রতিদ্বন্দ্বীতা করছেন, নির্বাচন থেকে সরে আসেন নি।
কিন্তু কে বা কারা ডিবিসি নিউজের লোগো ব্যবহার করে মিথ্যা ফটো কার্ড তৈরি করে প্রচার করছে যে, ‘শেষ মুহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম’। প্রকৃতপক্ষে এ ধরনের ফটো কার্ড ডিবিসি নিউজের পক্ষ থেকে প্রকাশ করা হয় নি।