সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে জড়িত কাউকেই ছাড় নয়, তদন্ত প্রতিবেদন পেলেই দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১০ই মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
আবদুল হামিদের বিষয়ে এসবি থেকে মন্ত্রণালয়ের কোন নিষেধাজ্ঞার কাগজ পাঠিয়েছে কি না তা জানা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টার।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে কারো গাফিলতি পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে বলেন, আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোল কাজ করছে। এসময় জনভোগান্তি এড়াতে রাস্তা অবরোধ না করার জন্য আন্দোলনকারীদের আহবান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
ডিবিসি/ নাসিফ