আবহাওয়ার বিভিন্ন তথ্য জানাতে ১৩০ কোটি টাকা ব্যয়ে রংপুরে রাডার স্টেশন চালু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাড়ে ৪শ কিলোমিটারের মধ্যে বৃষ্টিপাতের ধরণ, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিতে পারবে রাডারটি।
রবিবার (১১ই মে) রংপুর আবহাওয়া অফিসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় রাডার স্টেশন। জাপানের সাহায্যকারী সংস্থা- জাইকা ও বাংলাদেশের অর্থায়নে রংপুরে নতুন রাডার স্টেশন স্থাপনের কাজ শুরু হয় ২০২৩ সালের পহেলা এপ্রিলে।
এই রাডার স্টেশনের মাধ্যমে আবহাওয়ার তথ্য জানার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে বলে জানান রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
ডিবিসি/ রাসেল