দেশের ব্যাংকিং খাতের সবচেয়ে আলোচিত ঘটনা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ৮৭ বারের মতো পেছানো হলো এই প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬শে আগস্ট।
আজ বৃহস্পতিবার (২৫শে জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই নতুন তারিখ ধার্য করেন। আদালতের প্রসিকিউশন দপ্তরের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য দিন ধার্য ছিল আজ। তবে তদন্তের দায়িত্বে থাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন করে এই সময়সীমা বেঁধে দেয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোড হ্যাক করে একদল আন্তর্জাতিক হ্যাকার বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার হাতিয়ে নেয়। পরবর্তীতে এই বিপুল পরিমাণ অর্থ ফিলিপাইনের বিভিন্ন ব্যাংক ও ক্যাসিনোতে সরিয়ে ফেলা হয়। ধারণা করা হয়, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় এই হ্যাকিং ও অর্থ পাচারের ঘটনা ঘটে।
এই ঘটনায় ২০১৬ সালের ১৫ই মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের তৎকালীন উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, তথ্য ও প্রযুক্তি আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।
চাঞ্চল্যকর এই মামলার তদন্তভার সিআইডিকে দেওয়া হলেও গত আট বছরের বেশি সময়েও তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে পারেনি সংস্থাটি। বারবার তারিখ পেছানোয় মামলার ভবিষ্যৎ এবং চুরি হওয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
ডিবিসি/এএমটি