দেশে আবারও যেন স্বৈরশাসন ফিরে না আসে, সেদিকে লক্ষ্য রাখার তাগিদ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসাথে তিনি জানান, একটিকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসাতে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়নি। এছাড়া, গণতন্ত্রের আকাঙ্ক্ষা বারবার পর্যুদস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রীয়াজ।
শনিবার (১৯শে এপ্রিল) সকালে সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেন এনসিপি নেতারা । ১৬৬টি সংস্কার প্রস্তাবনার মধ্যে ১১৩টির সাথে একমত, ২৯টির সাথে আংশিক ও ২২টির সাথে দ্বিমত জানান তারা।
বৈঠকের শুরুতে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, জাতীয় আকাঙ্ক্ষার ভিত্তিতেই জাতীয় সনদ প্রস্তুত করা হবে।
বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাগিদ দিয়ে বলেন, রাষ্ট্র কাঠামোতে কোনোভাবেই যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এককভাবে ক্ষমতা আকড়ে ধরে রাখার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
এনসিপির অন্য নেতারা, যে সংস্কার করলে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন সম্ভব, ঐকমত্য কমিশনকে সেই পথ তৈরি করার আহ্বান জানান। সংবিধান সম্পর্কিত বিষয়গুলোকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সমাধান করার প্রস্তাব দেয় এনসিপি।
ডিবিসি/এএনটি