ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে।
শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
ডিবিসি/ এইচএপি