প্রিয়জনের সাথে অসাধারণ মুহূর্ত তৈরি করতে আবারও শুরু হয়েছে 'বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল'। যেখানে থাকছে এক্সাইটিং সব গেমস। লটস অফ ফানের সাথে অসাধারণ সব মুহূর্ত উপহার দিতে আকিজ বেকার্স লিমিটেড এর প্রিমিয়াম বিস্কুট ব্র্যান্ড বেকম্যান’স আয়োজন করেছে এই 'বেকম্যান'স বিস্কিট ফেস্টিভ্যাল'।
প্রতি বছরের ধারাবাহিকতায় এই বছরেও শুরু হয়েছে ‘বেকম্যান’স বিস্কিট ফেস্টিভ্যাল'। ঢাকার ধানমন্ডি রবীন্দ্র সরোবরে, বেকম্যান’স -এর ৮ম আসর চলবে ২০ ও ২১ ডিসেম্বর, ২০২৪। নিরাপদে প্রিয়জনের সাথে বিনোদনমূলক সময় কাটানোর জন্য ‘বেকম্যান’স বিস্কিট ফেস্টিভ্যাল' সকলের জন্য উন্মুক্ত আছে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
এই আয়োজন সম্পর্কে আকিজ বেকার্স লিঃ-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন বলেন, ঘরের বাইরে, নিরাপদে পরিবারের সাথে একটি বিনোদনমূলক দিন কাটানোর জন্যই আকিজ বেকার্স-এর প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যান’স এর এই প্রচেষ্টার প্রতিফলনই হল ‘বেকম্যান’স বিস্কিট ফেস্টিভ্যাল'। সারাদেশ ব্যাপী এই আয়োজনে থাকবে নানান রকম অ্যাক্টিভিটি যা আপনাদের উপহার দিবে অসাধারণ সব মুহূর্ত। প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড ‘বেকম্যান’স কনজ্যুমারদের জন্য নিয়মিতভাবে প্রতি বছরই এই বেকম্যান’স বিস্কিট ফেস্টিভ্যাল আয়োজন করবে বলে আশা রাখে।
এই আয়োজন সম্পর্কে আকিজ বেকার্স লিঃ-এর চিফ মার্কেটিং অফিসার মোঃ শফিকুল ইসলাম তুষার আরো বলেন, আমাদের কনজ্যুমারদের ভালো থাকার জন্য প্রয়োজন সুস্থ বিনোদনের যা অসাধারণ কিছু মুহূর্ত তৈরী করে। তাই তাদের জন্য বিনোদনের আয়োজন করতে বেকম্যান’স নিয়ে এসেছে ৮ম বারের মতো এই বিস্কিট ফেস্টিভ্যাল। বেকম্যান’স সবসময়ই পরিবারের সাথে ভালো থাকার ও ভালো রাখার এমন সব অসাধারণ মুহূর্ত তৈরী করে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লি. এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিবিসি/কেএলডি