এনডিটিভি এবং হিন্দুস্থান টাইমস নিউজের দেয়া তথ্যমতে, আজ ৯ই জুলাই বুধবার দুপুর ১টা ২৫ মিনিটে ভারতের রাজস্থানে দেশটির বিমানবাহিনীর একটি Hawk Mk.132 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মূলত রাজস্থানের চুরু জেলায় ভানোদা গ্রামে একটি কৃষিজমিতে বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল পাইলটকে উদ্ধারের চেষ্টা করলেও, পরে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে (India Today) নিশ্চিত করেছে। ভারতের বিমান বাহিনী এখন দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চালিয়ে যাচ্ছে।
তাছাড়া গত এপ্রিল মাসে ভারতের বিমান বাহিনীর একটি দুই আসনের জাগুয়ার যুদ্ধবিমান জামনগর বিমানঘাঁটি থেকে রাতের একটি মিশনে অংশ নিতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই কারিগরি ত্রুটিজনিত কারণে মাঝ আকাশেই ধ্বংস হয়। এই বিমান দুর্ঘটনায় একজন পাইলট গুরুতর আহত অবস্থায় নিজেকে ইজেক্ট বা রক্ষা করতে পারলেও আরেকজন পাইলট ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
চলতি ২০২৫ সালের ৭ই মার্চ শুক্রবার ভারতের বিমান বাহিনীর দুটি এয়ারক্রাফট বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়ে। প্রথমে ভারতের বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান হরিয়ানা রাজ্যে আম্বালায় রুটিন প্রশিক্ষণ উড্ডয়নকালে কারিগরি ত্রুটিজনিত কারণে আকাশেই বিধ্বস্ত হয়।
যদিও এই যাত্রায় পাইলট নিরাপদে নিজেকে ইজেক্ট করে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাছাড়া অন্যদিকে ভারতের বিমান বাহিনীর একটি অ্যান্তানভ এএন-৩২ সামরিক পরিবহব বিমান ক্রাশ ল্যান্ডিং করে। তবে এই দুটি বিমান দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আসলে গত ২০০০ সাল থেকে চলতি ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত প্রায় ২৫ বছরে ভারতের বিমানবাহিনীর আনুমানিক প্রায় তিন শতাধিক যুদ্ধবিমান, হেলিকপ্টার, প্রশিক্ষণ বিমান এবং সামরিক পরিবহণ বিমান আকাশেই ধ্বংস কিংবা ক্রাশ ল্যান্ডিং করে মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতের এয়ারক্রাফট ধ্বংসের তালিকায় মিগ-২৯, Hawk Mk.132, রাফায়েল, মিরেজ-২০০০ এবং এসইউ-৩০ এমকেআই এর মতো হাই প্রোফাইল অ্যান্ড ডেডিকেটেড যুদ্ধবিমান থাকলেও এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ফ্লাইং কফিন খ্যাত আনুমানিক ৭৪-৭৫টি মিগ-২১ যুদ্ধবিমান ধ্বংসের রেকর্ড গড়েছে।
তবে এই পরিসংখ্যান বাস্তবের সাথে কিছুটা কম বা বেশি হতে পারে। যদিও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিগত এক দশক থেকেই তাদের বিমানবাহিনীর বহরে থাকা মিগ-২১, মিরেজ-২০০০ এবং জাগুয়ারের মতো সকল ধরনের পুরোনো কমব্যাট এয়ারক্রাফট অবসরে পাঠানো কিংবা বাতিল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।
এদিকে ভারতের বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে ফ্রান্সের তৈরি ৩৬টি ডেডিকেটেড রাফালে যুদ্ধবিমান ক্রয় করা হলেও গত মে মাসে পাকিস্তানের সাথে আকাশ যুদ্ধে ভারতের বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংসের খবর প্রকাশ পায়। আর এই ধ্বংসের তালিকায় অবিশ্বস্যভাবে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স এবং ডেডিকেটেড রাফায়েল যুদ্ধবিমান ধ্বংসের গুঞ্জন ছড়িয়ে পরে। তথ্য: হিন্দুস্থান টাইমস, এনডিটিভি, ইন্ডিয়া টুডে এবং ইউকিপিডিয়া। (তথ্য ও ছবি সংগৃহীত)
সহকারী শিক্ষক ও লেখক
ডিবিসি/ এইচএপি