ক্ষমতার অপব্যবহার করে ও আবাসন নীতিমালা ভেঙে পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ নেন শেখ পরিবারের সদস্যরা বলে সাক্ষ্য দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন কর্মকর্তা।
বুধবার (১৩ই আগস্ট) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ ২৩ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার বাদী দুদকের কর্মকর্তা সালাহউদ্দিন, আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান আদালতে তাদের জবানবন্দি দেন।
আদালতে তারা আরও বলেন, পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ নিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ দিয়েছিলেন তার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।
আরেক আইনজীবী তরিকুল ইসলাম বলেন, রাজউকের আইন অনুযায়ী ঢাকা বা নারায়ণগঞ্জে রাজউকের বরাদ্দকৃত প্লট থাকলে দ্বিতীয়বার আবেদনের সুযোগ নেই। কিন্তু শেখ পরিবারের সদস্যরা আবেদন না করেই প্লট নিয়েছেন, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
দুদক কর্মকর্তারা আরও জানান, গণভবনে বসেই শেখ হাসিনা এই দুর্নীতিতে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন। এর আগে, গত ১১ই আগস্ট প্লট দুর্নীতির ভিন্ন একটি মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ৪৭ জনের বিরুদ্ধেও সাক্ষ্য দিয়েছিলেন এই তিন কর্মকর্তা। মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৮শে আগস্ট দিন ধার্য করা হয়েছে।
ডিবিসি/এএমটি