জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলার ৩০ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৬ আসামির উপস্থিতিতে গঠন করা হলো অভিযোগ। বাকি ২৪ আসামিকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার কাজ চলবে।
২০২৪ সালের ১৬ই জুলাই। কোটা আন্দোলনের মধ্যে রংপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান আবু সাঈদ। সেদিন দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থীকে গুলি করার ভিডিও ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র-জনতা। আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে।
শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে পুনর্গঠন করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আবু সাঈদ হত্যায় মামলা হয় চলতি বছরের ১৩ই জানুয়ারি। তদন্ত সংস্থার প্রতিবেদনে উঠে আসে ৩০ জনের সম্পৃক্ততার বিষয়। বুধবার বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।
এদিন হাজির করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ ৬ আসামিকে।
এ মামলায় প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট ও সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২৭শে আগস্ট দিন রেখেছে ট্রাইব্যুনাল।
ডিবিসি/ এইচএপি