আন্তর্জাতিক, এশিয়া

আভিজাত্য আর আধুনিকতার মেলবন্ধন সৌদি আরবের রিয়াদ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩০শে অক্টোবর ২০২৫ ০৭:০৯:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের রাজধানী রিয়াদ বিশ্বে এখন আভিজাত্যের নতুন উদাহরণ হয়ে উঠছে। শহরটির আধুনিকতা মিশেছে লোহিত সাগরের শান্ত ও মোহনীয় সৌন্দর্যের সঙ্গে। বিলাসবহুল এই নগরীর চোখ ধাঁধানো স্থাপত্য থেকে শুরু করে সমুদ্রতীরের নিরিবিলি অবসর সৌদি আরব এখন জৌলুশ, উদ্ভাবন আর আরবীয় আতিথেয়তার এক অসাধারণ প্রতিচ্ছবি।

ভ্রমণপিপাসুদের জন্য রিয়াদ এখন এক অনন্য স্থান এবং আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি উৎসবমুখর ও প্রাণচাঞ্চল্যে ভরপুর।

সৌদির রাজধানীর কেন্দ্রবিন্দু হলো বুলেভার্ড রিয়াদ সিটি, যেখানে ফ্যাশন, খাবার এবং সংস্কৃতির সবকিছু এক ছাদের নিচে পাওয়া যায়। আধুনিকতার ছোঁয়া লাগলেও শহরটি তার আপন ঐতিহ্য ধরে রেখেছে।

 

দেশটির প্রধান উৎসব রিয়াদ সিজনের সময়ই রাজধানী রিয়াদ সবচেয়ে বেশি প্রাণবন্ত থাকে। এই উৎসব শহরটিকে শিল্প, ফ্যাশন ও বিনোদনের এক বিশাল মঞ্চে পরিণত করে। রিয়াদ সিজনে ১৪টি বিশেষ থিম জোন রয়েছে, যার মধ্যে বুলেভার্ড ওয়ার্ল্ড, কিংডম এরিনা এবং আল সুওয়াইদি পার্ক উল্লেখযোগ্য। প্রতিটি জোনেই কনসার্ট, ফ্যাশন ডিজাইনারদের প্রদর্শনী, আন্তর্জাতিক মানের খাবার ও বিনোদনের আয়োজন থাকে।

 

বিশ্বের সব ফ্যাশনপ্রেমীরা বুলেভার্ড রানওয়েতে ছুটে আসেন, যেখানে পপ-আপ বুটিক এবং লাইভ শোতে স্থানীয় ও আন্তর্জাতিক ডিজাইনারদের সৃষ্টি তুলে ধরা হয়।

 

নগর জীবনের ব্যস্ততা ছেড়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পর্যটকরা লোহিত সাগরের বিস্তৃতি খোঁজেন, যেখানে প্রকৃতি এবং বিলাসিতা এক অভূতপূর্ব ঐকতানে মিলিত হয়েছে। এখানে শহরের কোলাহলের বদলে ঢেউয়ের মৃদু ধ্বনি শোনা যায়। লোহিত সাগরের নতুন রিসোর্টগুলো আভিজাত্যের ধারণাকে নতুনভাবে উপস্থাপন করছে। এগুলোতে প্রবাল প্রাচীর ঘেরা কটেজ, মরুর পাহাড় পরিবেষ্টিত অবকাঠামোসহ আধুনিক সব সুবিধা রয়েছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন