বাংলাদেশ, জেলার সংবাদ, কৃষি

আমন ধানের পোকা দমনে মেহেরপুরের কৃষকের চেষ্টা ব্যর্থ

মেহেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আমন ধানের পোকা দমনে মেহেরপুরের কৃষকের কোনো চেষ্টাই কাজে আসছে না। মাজরা ও কারেন্ট পোকার আক্রমণের সাথে দেখা দিয়েছে গোড়া পচা রোগ। এতে ফলন বিপর্যয়ের শঙ্কায় দিশেহারা কৃষক।

বালাইনাশক প্রয়োগ করেও মিলছে না সমাধান। বিস্তীর্ণ মাঠজুড়ে কৃষকের স্বপ্নের আমন ধান থাকলেও সেই স্বপ্ন খেয়ে ফেলছে পোকা। এতে ধানের গোড়ায় ধরেছে পচন। শুকিয়ে যাচ্ছে পাতা ও গাছ।

 

মেহেরপুরের বিভিন্ন এলাকার ধানের খেতে চলছে কারেন্ট ও মাজরা পোকার আক্রমণ। প্রতিকারে বালাইনাশক প্রয়োগ করলেও তাতে মিলছে না সমাধান। এতে ধানের উৎপাদন নিয়ে বাড়ছে শঙ্কা।

 

কৃষকদের অভিযোগ, কীটনাশক ব্যবহার করেও মিলছে না আশানুরূপ ফল, উলটো বেড়েছে পোকার আক্রমণ। তবে, প্রাথমিক পর্যায়ে পোকার আক্রমণ থাকলেও ধান উৎপাদনে এর প্রভাব পড়বে না বলে দাবি কৃষি বিভাগের।

 

উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের সনজীব মৃধা পোকা দমনে হাতজাল ও বালাইনাশক প্রয়োগের পরামর্শ দিয়েছেন। চলতি মৌসুমে মেহেরপুর জেলায় আমন ধানের আবাদ হয়েছে ২৬ হাজার ৮৬০ হেক্টর জমিতে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন