ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগেই কৃষকের কাছ থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে সরকার।
সারা দেশে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে এবং এবার প্রতি কেজি ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা।
বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
তিনি জানান, এবার ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিদ্ধ চাল প্রতি কেজি ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা দরে কেনা হবে।
উপদেষ্টা আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব হস্তান্তর করবে, তখন দেশে খাদ্যের মজুত অনেক বেশি থাকবে বলে আশা করা হচ্ছে।
ডিবিসি/ এইচএপি