ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, এ দেশের মাটিতেই আমাদের জন্ম, এ দেশ আমাদের সবার। মুখরোচক বক্তৃতা আর ভেতরে-বাইরে ভিন্ন চেহারা দেখিয়ে জনগণকে আর ধোঁকা দেওয়া যাবে না। তিনি দেশবাসীকে চাঁদাবাজ, খুনি ও টাকা পাচারকারীদের সহযোগী না হওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার (৯ই ডিসেম্বর) বিকেল ৩টায় রূপসার পালেরহাট মাঠে ইসলামী আন্দোলনের উপজেলা শাখা আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ৫ আগস্টের পর আল্লাহ দেশকে স্বাধীনভাবে এবং ইসলামের শক্তি নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর একটি সুযোগ করে দিয়েছেন। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, স্টেশন দখলকারী এবং বিদেশের তাবেদারি করা শক্তিগুলোর কবল থেকে মুক্তি পাওয়ার এই সুযোগ কাজে লাগাতে হবে। তা না পারলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের নিয়ে কলঙ্কজনক ইতিহাস লিখবে।
প্রচলিত রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, জনগণ বারবার কয়েকটি দলের কাছে জিম্মি হয়েছে। মানুষ বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতি দেখলেও ইসলামের রাজনীতি দেখেনি। এ সময় তিনি শান্তির প্রতীক ‘হাতপাখা’ দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদের হাতে তুলে দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শেখ মোহাম্মদ ইউসুফ আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারুনার রশিদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ। এ ছাড়া জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলামসহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
ডিবিসি/পিআরএএন