মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি তাকে হত্যার কোনো কথিত হুমকি বাস্তবায়ন করার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র এর ভয়াবহ ও শক্তিশালী জবাব দেবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ‘নিউজ নেশন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের নেতৃত্বের পক্ষ থেকে অব্যাহত হুমকির বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাদের এমনটা করা উচিত নয়, তবে তিনি জানিয়ে রেখেছেন যে যদি কখনও তার কিছু হয়, তবে পুরো ইরান দেশটাকেই উড়িয়ে দেওয়া হবে। তিনি আরও জোর দিয়ে বলেন, তার অত্যন্ত কঠোর নির্দেশনা দেওয়া আছে যে, যদি কোনো অঘটন ঘটে তবে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে।
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেন, অতীতে যখন একই ধরনের বিবৃতি বা হুমকি দেওয়া হয়েছিল, তখন বাইডেনের উচিত ছিল কিছু বলা। তিনি অভিযোগ করেন, অতীতের নেতারা এসবের কঠোর জবাব দিতে ব্যর্থ হয়েছেন। ট্রাম্পের মতে, যদি তারা কোনো প্রেসিডেন্টের বদলে সাধারণ কাউকে নিয়েও এমন হুমকি দিত, তবুও তিনি তাদের ওপর চরম আঘাত হানতেন।
এদিকে, রিয়ালের ব্যাপক দরপতন, আকাশচুম্বী মুদ্রাস্ফীতি এবং খাদ্যের চড়া দামের কারণে গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানজুড়ে তীব্র বিক্ষোভ চলছে। তেহরান থেকে শুরু করে দেশটির বিভিন্ন শহরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-এর সোমবারের তথ্য অনুযায়ী, এই অস্থিরতায় অন্তত ৪,০২৯ জন নিহত হয়েছেন, ২৬ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৫,৮০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।
ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তথাকথিত ‘সশস্ত্র দাঙ্গাকারীদের’ সমর্থন দিচ্ছে। অন্যদিকে, বিক্ষোভকারীদের হত্যা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেও, শত শত নির্ধারিত মৃত্যুদণ্ড বাতিল করার খবরের পর তেহরানের প্রশংসাও করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবসি/এনএসএফ