বর্তমান নির্বাচন কমিশনের একমাত্র এজেন্ডা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘যত চ্যালেঞ্জই আসুক না কেন, একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা জনগণের কাছে যে ওয়াদা করেছি, তা রক্ষা করব।’
শনিবার (২২শে নভেম্বর) রাজধানীর হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফরেল) আয়োজিত ‘বিল্ডিং ব্রিজ: রিজিওনাল ইলেক্টোরাল গভর্নেন্স অ্যান্ড সিটিজেন অবজারভেশন এক্সচেঞ্জ’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
গণভোট ও নির্বাচন একই দিনে অনুষ্ঠানে সিইসি জানান, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘গণভোটের বিষয়ে আইন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে গণভোট (রেফারেন্ডাম) আইন হবে। আইনটি হওয়ার পর ব্যালটে কী লেখা থাকবে এবং প্রক্রিয়া কী হবে, তা পরিষ্কার হবে।’
এ বিষয়ে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে একটি চিঠি এসেছে। সেখানে বলা হয়েছে, নির্বাচন কমিশন গণভোট আয়োজন করবে এবং গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে।’
নির্বাচনী চ্যালেঞ্জ ও প্রস্তুতি সিইসি বলেন, ‘একটি নিখুঁত নির্বাচনের প্রথম শর্ত হলো আইনের শাসন। সরকার ও রাজনৈতিক দলগুলোও সুষ্ঠু নির্বাচন চায়, যা আমাদের জন্য বাড়তি সুবিধা। নির্বাচনের প্রস্তুতি পূর্ণ গতিতে চলছে।’
প্রযুক্তির অপব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘প্রযুক্তি যেমন আশীর্বাদ, তেমনি কখনো অভিশাপ। দুর্বৃত্তরা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে নির্বাচনী প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এটি আমাদের জন্য বড় মাথাব্যথার কারণ।’ তবে প্রবাসীদের ভোটদান সহজ করতে আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থা চালুর চেষ্টার কথাও জানান তিনি।
ডিবিসি/পিআরএএন