বাংলাদেশ, রাজনীতি

'আমার বাংলাদেশ-এবি পার্টি'র আত্মপ্রকাশ

ময়ূখ

ডিবিসি নিউজ

শনিবার ২রা মে ২০২০ ১২:২১:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নতুন রাজনৈতিক দল 'আমার বাংলাদেশ-এবি পার্টি' হিসেবে আত্মপ্রকাশ করেছে।

জামায়াত-শিবির থেকে বেরিয়ে গঠন করা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ সংগঠনটি 'আমার বাংলাদেশ পার্টি' নামে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো। এ দলে জামায়াতের থিংকট্যাংক হিসেবে পরিচিত সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মনজুকে।

বেলা ১১টায় রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলামসহ ৭ জনকে যুগ্ম আহ্বায়ক করে দু'শ ২২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত দলের আহ্বায়ক সোলায়মান চৌধুরী জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই দল গঠন।  দলটি গঠনের নেপথ্যে রয়েছেন জামায়াত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদসহ শীর্ষ যুদ্ধাপরাধীদের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন