আন্তর্জাতিক

আমিরাতের আজমানে প্রথমবারের মতো অনুষ্ঠিত লালন সন্ধ্যা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংযুক্ত আরব আমিরাতের আজমানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘লালন সন্ধ্যা’, যেখানে আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের জীবনদর্শন ও সংগীত তুলে ধরা হয়।

ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের আয়োজনে এই অনুষ্ঠানে লালন ভক্তরা গান, আবৃত্তি এবং নৃত্যের মাধ্যমে এক অসাধারণ পরিবেশনা উপস্থাপন করেন। টানা চার ঘণ্টার এই আয়োজনে লালনের পোশাক ও ভাবগাম্ভীর্য ফুটিয়ে তোলেন শিল্পীরা, যা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।

 

আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে পরিচয় করিয়ে দেয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন