ঈদুল ফিতর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত 'ঈদ ড্র'তে গাড়ি জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। ওই শ্রমিকের নাম রুবেল। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ শহরে।
মঙ্গলবার (১লা এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, এই অনুষ্ঠানটি মূলত আমিরাতে কঠোর পরিশ্রম করা শ্রমিক এবং দেশটির জন্য তাদের অবদানকে সম্মানিত করার জন্য আয়োজন করা হয়েছিল।
২৪ বছর বয়সী রুবেল আহমেদ আমিরাতে গ্লোব বিল্ডিং কন্ট্রাক্টিং এলএলসি'র কাজ করেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, যখন তার নাম ডাকা হয়েছিল তখন নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি।
খালিজ টাইমসকে দেয়া সাক্ষাৎকারে রুবেল জানিয়েছেন, তিন বছর ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন। ড্রতে পাওয়া এই সাদা নিসান সানিটি তিনি বিক্রির পরিকল্পনা করেছেন। রুবেল বলেন, গাড়ি বিক্রির টাকা দিয়ে আমি একটি বাড়ি করতে চাই। এছাড়া নিজের মাকে ওই টাকার একটা অংশ দিবেন বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, গাড়ি জয়ের এই আনন্দ ভাগাভাগি করতে বন্ধুদের নিয়ে পার্টির আয়োজন করেছেন। তার মাসিক বেতন মাত্র ৮০০ দিরহাম হলেও এই পার্টিতে খরচের জন্য ২০০ দিরহাম বরাদ্ধ দিয়েছেন। গাড়ি জয়ের খবর শুনে তার মা এবং পরিবারের বাকি সদস্যরাও আনন্দিত বলেও জানান এই প্রবাসী।
ডিবিসি/এএনটি