আন্তর্জাতিক

আমিরাতে লটারিতে ৬৬ কোটি ও রেঞ্জ রোভার জিতলেন দুই বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৪ঠা আগস্ট ২০২৫ ০২:৩৪:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’-তে বিশাল পুরস্কার জিতে নিয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি। তাদের একজন, সবুজ মিয়া, লটারিতে দুই কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা) জিতেছেন। অপর ভাগ্যবান, পারভেজ হোসেন আনোয়ার, জিতেছেন একটি ব্র্যান্ড নিউ রেঞ্জ রোভার ভেলার গাড়ি।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

প্রতিবেদনে বলা হয়, বিগ টিকিট কর্তৃপক্ষ রবিবার তাদের ‘সিরিজ ২৭৭’-এর পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। এতে ১৯৪৫৬০ নম্বর টিকিটের অধিকারী সবুজ মিয়া প্রথম পুরস্কার হিসেবে দুই কোটি দিরহাম জিতে নেন। একই ড্র-তে পারভেজ হোসেন আনোয়ার একটি বিলাসবহুল গাড়ি জেতেন। তিনি ২০০৯ সাল থেকে শারজায় বসবাস করছেন বলে জানা গেছে।

 

এই ড্র-তে আরও একাধিক পুরস্কার ঘোষণা করা হয়। সান্ত্বনা পুরস্কার হিসেবে বিজয়ীদের প্রত্যেকে ৫০ হাজার দিরহাম করে পেয়েছেন। এছাড়া, প্রতিযোগিতায় অংশ নেওয়া চারজন ব্যক্তি সর্বোচ্চ দেড় লাখ দিরহাম পর্যন্ত পুরস্কার জেতেন।

 

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের লটারি জেতার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত জুলাই মাসে মোহাম্মদ নাসের বেলাল নামে আরেক বাংলাদেশি আড়াই কোটি দিরহামের জ্যাকপট জিতেছিলেন।

 

‘বিগ টিকিট’ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর পরবর্তী গ্র্যান্ড ড্র অনুষ্ঠিত হবে, যেখানে বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে থাকবে ১৫ কোটি দিরহাম।

 

‘বিগ টিকিট’ সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহত্তম এবং দীর্ঘ সময় ধরে চলমান একটি র‍্যাফেল ড্র। ১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতি মাসে নগদ অর্থ এবং নির্দিষ্ট সময় পর পর বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ থাকায় এটি প্রবাসীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।
 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন