আন্তর্জাতিক, আরব

আমিরাতে সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমা পাচ্ছেন অবৈধ প্রবাসীরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১লা আগস্ট ২০২৪ ০৭:৫৫:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংযুক্ত আরব আমিরাতের অবৈধ প্রবাসীরা আরবারও সাধারণ ক্ষমা পাচ্ছেন। আগামী সেপ্টেম্বর থেকে বিভিন্ন প্রদেশে বসবাসরত অবৈধ প্রবাসীরা এই সুযোগ পাবেন। দেশটির সরকার জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে দুই মাস ব্যাপী এই সাধারণ ক্ষমা চলবে।

সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস এন্ড পর্ট সিকিউরিটি (আইসিপি) এ ঘোষণা দিয়েছে।

যারা দীর্ঘদিন ধরে ভিসা না থাকায় অবৈধ হয়েছেন, তারাই এই সাধারণ ক্ষমার আওতাধীন হতে পারবেন। এই আইন আগামী সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হওয়ার পর অবৈধ প্রবাসীরা যে কোনো নতুন স্পন্সর খুঁজে বৈধ হতে পারবেন। অথবা তারা চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়া নিজ দেশে যেতে পারবেন।

প্রসঙ্গত, আমিরাতে ২০১৮ সালের সাধারণ ক্ষমার সময় ৫০ হাজার বাংলাদেশি সুবিধা পেয়েছিলেন বলে জানিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

ডিবিসি/ এসএসএস

আরও পড়ুন