মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রস্তাবিত নতুন শুল্ক আরোপের ফলে বাংলাদেশের গার্মেন্টস শিল্প, বিশেষ করে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
আজ বৃহস্পতিবার (১০ই জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার ভবনে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে চালু থাকা ১৬ শতাংশ শুল্কের সাথে অতিরিক্ত ৩৫ শতাংশ যোগ হলে মোট শুল্কের পরিমাণ দাঁড়াবে ৫১ শতাংশে, যা বাংলাদেশি পোশাক রপ্তানিকারকদের জন্য একটি বিশাল বোঝা হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, এই বিশাল শুল্কের বোঝা মাথায় নিয়ে আন্তর্জাতিক বাজারে টিকে থাকা আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। ভিয়েতনামকে মাত্র ২০ শতাংশ শুল্ক প্রদান করতে হচ্ছে এবং সেটিও কমানোর আশ্বাস তারা পেয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার এখন পর্যন্ত এই শুল্ক কমানোর বিষয়ে কোনো ইতিবাচক বার্তা দিতে পারেনি, যা ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশার সৃষ্টি করেছে। তিনি সরকারের কাছে এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আকুল আবেদন জানান।
ডিবিসি/এএমটি