আন্তর্জাতিক, ভারত

আম্বানিকে টপকে ভারতের সেরা ধনী আদানি

Faruque

ডিবিসি নিউজ

রবিবার ৩০শে জানুয়ারী ২০২২ ১২:৪৮:৪৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুকেশ আম্বানিকে টপকে ভারতের সেরা ধনী এখন গৌতম আদানি। বৃহস্পতিবার শেয়ারবাজার বন্ধের পরে ভারত তথা এশিয়ার সেরা ধনী ব্যক্তি মুকেশ আম্বানিকে টপকে গেলেন শিল্পপতি গৌতম আদানি।

সম্প্রতি দেশটিতে শেয়ার বাজারে পতন হলেও এতে খুব একটা ধাক্কা খায়নি আদানি গ্রুপ।  তাতেই এই উত্থান বলে দাবি করা হচ্ছে। এরআগেও একবার এমনটা হয়েছিল।

এই প্রথম নয়, এর আগে ২০২১ সালের নভেম্বরেও এক বার আম্বানীদের টপকে যায় আদানির মোট সম্পদের মূল্য।

সেই সময়ের হিসাবে জানা গিয়েছিল, আগের দু’বছরে আদানির সম্পদ বৃদ্ধির পরিমাণ ছিল প্রায় ১,৮০৮ শতাংশ। সেই জায়গায় আম্বানির একই সময়ে সম্পদ বাড়ে ২৫০ শতাংশের মতো।

ফোর্বস পত্রিকার ‘রিয়েলটাইম ডেটা নেটওয়ার্থ’-এর হিসাব বলছে, বিশ্বের ১১তম ধনীর জায়গাটিও নিয়ে নিয়েছেন আদানি। সম্প্রতি শেয়ার বাজারে পতন হলেও আদানি গ্রুপ খুব একটা ধাক্কা খায়নি। তাতেই এই উত্থান বলে দাবি করা হয়েছে।

সর্বশেষ হিসাব বলছে আদানির সম্পদের পরিমাণ প্রায় ৮ হাজার ৯শ’ ৫০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬ লাখ.৭২ হাজার কোটি টাকা।

অন্যদিকে, আম্বানির সম্পদের পরিমাণ ৮ হাজার ৯শ’ ৪০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬ লাখ ৭১ হাজার কোটি টাকা)। এক ও দুইয়ে রয়েছেন আদানি ও আম্বানি।

এর পরে প্রথম পাঁচে রয়েছেন যথাক্রমে শিব নাদার, রাধাকৃষ্ণন দামানি এবং লক্ষ্মী মিত্তাল।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, বিশ্বের ধনীদের তালিকায় এই মুহূর্তে ১৩ ও ১৪ নম্বর স্থানে রয়েছেন আম্বানি ও আদানি। আর এই হিসাবে তারা এখন এশীয়ার ধনীদের মধ্যে এক ও দুই নম্বরে। 

আম্বানির মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৬শ’ ৩০ কোটি ডলার। আর আদানির মোট সম্পত্তির পরিমাণ ৬ হাজার ৭শ’ ৬০ কোটি ডলার। অর্থাৎ সম্পদের পরিমাণে রিলায়েন্স কর্ণধারের সঙ্গে আদানি গ্রুপের কর্ণধারের তফাত মাত্র ৮শ’ ৭০ কোটি ডলারের।

২০২১ সালেই গৌতম আদানির সম্পদ বৃদ্ধি পেয়েছে ৩ হাজার ৩শ’ ৮০ কোটি ডলার। সারা বিশ্বের হিসেবে এই সময়ে এর থেকে বেশি সম্পদ বৃদ্ধি পেয়েছে মাত্র দু’জন ধনকুবেরের। অথচ এই সময়ের মাঝে আম্বানির সম্পদের পরিমাণ তো বাড়েইনি বরং তিনি হারিয়েছেন ৩৯ কোটি ৮০ লাখ ডলার।

এর ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতের তথা এশিয়ার শীর্ষধনীর শিরোপা আর বেশি দিন থাকবে না মুকেশ আম্বানির মাথায়? 

আদানি তার প্রতিষ্ঠানগুলোর শেয়ারের আকাশ ছোঁয়া দাম বৃদ্ধিই এর পেছনের কারণ। তার ছয় প্রতিষ্ঠান-আদানি এন্টারপ্রাইসেস, আদানি গ্রিন, আদানি টোটাল গ্যাস, আদানি পাওয়ার, আদানি গ্যাস, আদানি ট্রান্সমিশনের সম্মিলিত বাজার মূলধন বৃহস্পতিবারের হিসাবে ৮ ট্রিলিয়ন ডলার।

অন্যদিকে, জ্বালানি খাত থেকে সরে এসে মুকেশ আম্বানি তার বাণিজ্যিক সাম্রাজ্য সম্প্রতি প্রযুক্তি ও ই-কমার্সের দিকে নিয়ে যাওয়া শুরু করেছেন। গত বছর তিনি রিলায়েন্স ডিজিটাল এবং রিটেইল ইউনিটের দুই হাজার সাতশ কোটি ডলার মূল্যের শেয়ার গুগল ও ফেসবুকসহ কয়েকটি বড় কোম্পানির কাছে হস্তান্তর করেন।

গত নয় বছর ধরে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান দখল করে আছেন মুকেশ আম্বানি।

 

আরও পড়ুন