আন্তর্জাতিক, পাকিস্তান

আরব সাগরে প্রায় ১৬শ’ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ জব্দ করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আরব সাগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই হাজার কিলোগ্রামেরও বেশি মেথঅ্যামফেটামিন বা 'আইস' জব্দ করেছে পাকিস্তান নৌবাহিনী। জব্দ করা এই মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১৩ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬শ’ কোটি টাকা।

নৌবাহিনীর ডিরেক্টরেট জেনারেল পাবলিক রিলেশনস (ডিজি পিআর) বুধবার (১৯শে নভেম্বর) এক বিবৃতিতে এই সফল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। কম্বাইন্ড মেরিটাইম ফোর্স (সিএমএফ)-এর অংশ হিসেবে, সৌদি নেতৃত্বাধীন টাস্ক ফোর্স–১৫০ এর সহায়তায় টহলরত পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিএন টাবুক একটি সন্দেহজনক নৌযান বা 'ধাও' আটক করে।

 

তল্লাশি চালানোর পর ওই জাহাজটি থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। নৌবাহিনী আরও জানিয়েছে, এটি গত দুই মাসের মধ্যে পাকিস্তান নৌবাহিনীর টানা তৃতীয় সফল মাদকবিরোধী অভিযান। তাদের মতে, এই ধারাবাহিক সাফল্য সমুদ্রপথে অবৈধ পাচার দমনে তাদের পেশাদারিত্ব এবং বহুজাতিক নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয়ের কার্যকারিতা প্রমাণ করে।

 

সূত্র: ডন

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন