বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই। এ উপলক্ষে কোকোর কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে দলটি।
সকাল সাড়ে ৯টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করবেন।
বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম কবর জিয়ারত করবেন।
বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়েও একই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে তারেক রহমান উপস্থিত থাকবেন। ২০১৫ সালের ২৪শে জানুয়ারি আরাফাত রহমান কোকো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
ডিবিসি/কেএলডি